দূর্নীতি রুখতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ। ২৭.১০.২০২০ থেকে ০২.১১.২০২০ তারিখ পর্যন্ত পালন করা হবে সতর্কতা সচেতনতা সপ্তাহ। তাহলে কী ভারতীয় রেলওয়েতে চলতে থাকা দূর্নীতি রুখতেই দক্ষিণ-পূর্ব রেলের এই উদ্যোগ?{ads}
"দূর্নীতি কারও পক্ষে ভালো নয়। দূর্নীতি আপনাকে ধ্বংস করার আগে তা ধ্বংস করুন..."-এমন বার্তা দিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল।
পন্য কিংবা যাত্রী পরিবহনের মধ্যে দিয়েই রেল তার দায়িত্ব শেষ করে না। ভারতীয় অর্থনীতিতে রেলের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় প্রতিরক্ষার ক্ষেত্রেও ভারতীয় রেলের অবদান আবিস্মরনীয়। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ভারতীয় রেলকে দূর্নীতি মুক্ত করে গড়ে তুলতে হবে। সেই লক্ষেই এই সচেতনতা সপ্তাহের উদ্যোগ দক্ষিন-পূর্ব রেলের। {ads}