header banner

Sunita Williams : মহাকাশে পাড়ি সুনীতা উইলিয়ামসের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃতীয় বারের জন্য মহাকাশে ( space) পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নানা বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি। প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান। তবে গতকাল সফল ভাবে উৎক্ষেপণ করা হয় অ্যাটলাস ৫ রকেটের।

{link}

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস–ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয়েছে। এবারও মহাকাশ অভিযানে সুনীতা সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি। তাঁর কাছে গণেশ ‘লাকি চার্ম”(Lucky charm)। সহকর্মী বুচ উইলমোর–এর সঙ্গে এই অভিযানে গেলেন উইলিয়ামস (Sunita Williams)।

{link}

আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। অ্যাটলাস ৫ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তাঁরা, সেটির নকশা তৈরিতেও সুনীতার ভূমিকা রয়েছে। এদিকে উৎক্ষেপণ সফল হলেও গন্তব্যের পথে যেতে যেতে রকেটে হিলায়াম লিক হয়। তবে তাতে বড় কোনও সমস্যা হয়নি।  

{ads}

 

News Breaking News space Astronaut Sunita Williams Atlas-Five rocket Gita Ganesh idol Lucky charm Hilaam Butch Wilmore colleague সংবাদ

Last Updated :