header banner

Spain: হরপা বানে এক রকম ধ্বংস স্তুপে পরিনত হয়েছে স্পেন

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :    মিরাকেল আজও ঘটে, তা আবার প্রমাণিত হলো স্পেনে। স্পেনে শতাব্দীর সবচেয়ে বড়ো প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে। এক নাগাড়ে বৃষ্টির পরে হরপা বানে এক রকম ধ্বংস স্তুপে পরিনত হয়েছে স্পেন। ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুই হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। এর মধ্যেই ভ্যালেন্সিয়া অঞ্চল থেকে উঠে এসেছে এক আশ্চর্য টিকে থাকার কাহিনি।

{link}

আকস্মিক বন্যায় তিনদিন ধরে একটি গাড়িতে আটকে পড়েছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে ওই গাড়িতে ছিল তাঁর স্বামীর বোনের মৃতদেহও। ওই লাশের সঙ্গে গাড়িটিতে তিন দিন ধরে আটকে থাকার পর, অবশেষে তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনা সত্যি মিরাকেল।এই মুহূর্তে ১০ হাজার সেনা স্পেনে করে চলেছে উদ্ধার কাজ।  এরই মধ্যে,উদ্ধারকারীরা বন্যায় ভেঙেচুড়ে যাওয়া বেশ কিছু গাড়ির স্তূপের মধ্য থেকে এক মহিলা কণ্ঠের ক্ষীণ চিৎকার শুনতে পেয়েছিল। ওই চিৎকারের সূত্রধরে, ভাঙাচোরা গড়ির স্তূপের মধ্য থেকে ওই মহিলার সন্ধান পায় তারা।

{link}

প্রোটেকশন সিভিল নামে এক উদ্ধারকারী সংস্থার সভাপতি, মার্টিন পেরেজ বলেছেন, “তিন দিন পর আমরা একটি গাড়িতে একজনকে জীবিত অবস্থায় পেয়েছি।” ইতিহাস বলছে, সাম্প্রতিককালে সেই দেশের ইতিহাসে এতবড় প্রাকৃতিক বিপর্যয় আগে দেখা যায়নি।

{ads}

news breaking news Spain flash flood heavy rain সংবাদ

Last Updated :