শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারত সারা পৃথিবীতে শান্তির বার্তা দিয়ে এসেছে। কিন্তু তাই বলে ভারতের বুকে এভাবে পাকিস্তানের মদতপুস্ট ইসলামিক মৌলবাদীরা ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করবে আর ভারত চুপ করে বসে থাকবে তা হতে পারে না। আবহের মধ্যেই প্রথম বড় সিদ্ধান্ত নিল ভারত। পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জল বন্টন’ চুক্তি বাতিল করল ভারত। শুধু তাই নয়, নয়া দিল্লিতে বন্ধ পাকিস্তান (Pakistan) দূতাবাস।
{link}
পাক নাগরিকদের সব রকম ভিসা বন্ধ করল এদেশ। ‘SAARC visa exemption’-এর অন্তর্গত পাক নগরিকদের আর ভিসা দেওয়া হবে না। যাঁদের দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। ভারত ও ইসলামাবাদ হাই কমিশন থেকে নিজেদের প্রতিনিধিদের ফিরিয়ে নিচ্ছে। এছাড়াও বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা চেকপোস্ট। বুধবার, সন্ধে ছ’টায় নয়া দিল্লিতে বৈঠকে বসেন তিন সেনাপ্রধান। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর ভিডিয়ো কনফারেন্সে কাশ্মীর থেকে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সন্ধেয় ছ’টার সেই বৈঠকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে।
{link}
এর সঙ্গেই আজ, বৃহস্পতিবার সর্ব দিলীয় বৈঠক ডেকেছে সরকার। এ দিনের বৈঠক থেকে তিন সেনাকে অর্থাৎ (জল,স্থল, নৌ) তৈরি থাকার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এই নিকৃষ্ট ঘটনার পর ভারত তা কোনওভাবেই বরদাস্ত করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ভারত এর আগে একাধিকবার পাকিস্তানকে বার্তা দিয়েছিল, সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে সিন্ধু নদীর জল নিয়ে কড়া অবস্থান নেওয়া হবে। এই নিয়ে ইসলামাবাদকেও চিঠি পাঠানো হয়েছিল।
{ads}