header banner

Shubhanshu Shukla : মহাকাশে শুভাংশুর ঐতিহাসিক যাত্রা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে বুধবার হয়ে গেলো এক স্মরণীয় দিন। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বেজে ১ মিনিট। মহাকাশে ফের এক ইতিহাস গড়ল ভারত। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) নেতৃত্বে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান পাড়ি দিল মহাকাশে।

{link}

ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে করে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন শুভাংশু ও তাঁর টিম। মহাকাশচারী উইং কম্যান্ডার রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন। যে স্পেস সেন্টার থেকে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছেন, তাও বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই স্পেস স্টেশন থেকে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১-এ চেপে নীল আমস্ট্রং চাঁদে পাড়ি দিয়েছিলেন। স্বাভাবিক কারণেই ভারতবাসী হিসাবে এই দিনটা খুবই গর্বের।

{link}

ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নেতৃত্বে মহাকাশের উদ্দেশে রওনা দিল চারজনের টিম। সঙ্গে রয়েছেন পোল্যান্ডের স্লাওজ, হাঙ্গেরির টিবর কাপু ও আমেরিকার কম্যান্ডার পেগি ওয়াইটসন। অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে চারজনের ক্রু সদস্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দিয়েছে। ১৪ দিনের মিশনে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৬০টি বৈজ্ঞানিক গবেষণা করবেন। এর মধ্যে ৭টি গবেষণাই ভারতীয় গবেষকদের প্রস্তাবিত।

{ads}

 

News Breaking News Shubhanshu Shukla সংবাদ

Last Updated :