header banner

Sunil Chhetri : অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী।ভারতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন,আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন। সেই ম্যাচটা আবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে খেলা হবে।

{link}

প্রায় ২২ বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারের জীবনে উত্থান-পতনের এবার অবসর নিতে চলেছেন তিনি। ৩৯ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার  বৃহস্পতিবার এক্স (আগে টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করে তাঁর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।দেশের হয়ে ৯৪ ম্যাচে ১৫০ গোল। তিনিইও হয়ত ভাবতেই পারেননি তাঁর পায়েই লেখা থাকবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।

{link}

এক কথায় ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠেছিলেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায়, বর্তমানে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। কলকাতা থেকেই তাঁর ফুটবলের যাত্রাপথটা শুরু হয়েছিল। আর আজ পরিণত হয়েছেন কিংবদন্তিতে। ছেত্রীর অবসর ভারতীয় ফুটবলের এক যুগের সমাপ্তি, আবেগ, নেতৃত্ব এবং অসাধারণ কৃতিত্বে ভরা ক্যারিয়ার উদযাপন করে। অবসর নিলেও এই মহান ভারতীয় ফুটবলার সকল ভারতবাসীর মনে রেখাপাত করে দিয়েছেন।

{ads}

 

News Play Game India Football Sunil Chhetri Indian footballer retiring goal scorer Best Indian Player Indian Team Social Media Video Twitter Kuwait International match সংবাদ

Last Updated :