header banner

Sunita Williams : সুনীতাদের ফেরা এখনও অনিশ্চিত

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শেষ পর্যন্ত কথা ছিল সুনীতা (Sunita Williams) ও বুচকে ফিরিয়ে আনা হবে জানুয়ারিতে। কিন্তু শেষ পর্যন্ত সেই তারিখ আরও দুমাস পিছিয়ে গেলো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বসে থাকা দুজনের উপর চাপ পড়বে না, তা নয়? এখন প্রশ্ন হলো, দুনিয়ার সেরা স্পেস এজেন্সি করছেটা কী? জানুয়ারিতে এলন মাস্কের ক্রিউ ড্রাগন ক্যাপসুলে সুনীতাদের ফেরত আনা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সেই মডিউল পুরোপুরি তৈরিই নয়।

{link}

তাই এখনই সুনীতাদের ফেরা হচ্ছে না। বিকল্প মহাকাশযান পাঠানোর মতো যানও নাসার হাতে নেই। তাই সুনীতাদের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেই থাকতে হচ্ছে। চলতি বছরের জুন মাসে যে দুই নভোশ্চর মহাকাশে গিয়েছিলেন, যাঁদের আটদিন পরই ফিরে আসার কথা ছিল, তাঁরা আট মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন। সুনীতা উইলিয়ামসের যে ছবি সামনে আসছে, তাতে তাঁকে অসম্ভব রোগা লাগছে। লোকে ছবি দেখে বলছে, এতো শুধু হাড় আর হাড়! তবে খবর, কিছুটা রোগা হলেও সুনীতারা ভালো আছে।

{link}

বিজ্ঞানের আগ্রগতি নিয়ে আমরা যতই অহংকার করি না কেন, বিজ্ঞানেরও একটা লিমিটেশন আছে। সুনীতা ও তাঁর সঙ্গী বুচ – দু’জনের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যথেষ্ট খাবার-দাবার মজুত। সেটা যদি ঠিক বলে ধরেওনি, তাহলেও তো মূল প্রশ্নটার উত্তর মিলছে না। সুনীতাদের ফেরানো যাচ্ছে না কেন? এই নিয়ে পরপর চারবার সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন পিছিয়ে দিল নাসা। এতে কি সুনীতা ও বুচের মনের উপর চাপ পড়ছে না? তাঁদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে না? দুনিয়া জুড়ে মনোবিদরা বলছেন, অবশ্যই পড়ছে। এখন জানা যাচ্ছে মার্চ মাসে তাদের ফেরানো  হতে পারে।

{ads}

News Breaking News Sunita Williams সংবাদ

Last Updated :