শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আগেই খবরটা পাওয়া গিয়েছিল। এখন সুনিতা নিজেই সেই খবরে শিলমোহর দিয়েছেন। নাসার স্পেসএক্স ক্রু-৯-এর এক সাংবাদিক সম্মেলনে সুনীতা বলেন, ”আশা করি আমি আমার বাবার দেশে ফিরব। এবং দেখা করব মানুষের সঙ্গে। ভারতে উত্তেজনা রয়েছে ভারতীয় নভোচরদের বিষয়েও, যাঁরা আগামিদিনে ইসরো (ISRO) মিশনে যোগ দিতে চলেছেন।”
{link}
এখানে এলে তিনি দেখা করবেন ইসরোর সদস্যদের সঙ্গেও। নিজেই এমনটা জানিয়েছেন সদ্য মহাকাশ থেকে ফেরা নভোচর (astronaut)। প্রসঙ্গত, সুনীতার মা মার্কিন হলেও বাবা দীপক পাণ্ডে গুজরাটের বাসিন্দা। ইসরোর মহাকাশচারীদের সঙ্গে দেখা হলে তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। তাঁর কথায়, ”আমার আশা, আমি আমার সফরের কোনও এক সময়ে ওঁদের সঙ্গে কথা বলব। এবং আমার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেব।”
{link}
প্রসঙ্গত, পৃথিবীতে ফেরার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতাকে বলতে শোনা গিয়েছে, “যখনই হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, অসাধারণ দৃশ্য দেখেছি। উপর থেকে দেখে মনে পর্বতমালা যেন তরঙ্গ হয়ে ভারতে নেমে গিয়েছে। হিমালয়ের নিচেই প্রচুর রং। পূর্ব থেকে গুজরাট বা মুম্বইয়ের দিকে গেলে মাছধরা নৌকাও দেখতে পেয়েছি, সেটা অবশ্য ছোট্ট একটা পাখির মতো দেখতে লাগে। আলো ঝলমলে বড় শহর থেকে ধীরে ধীরে ছোট শহর হচ্ছে, বোঝা যায়। দিন হোক বা রাত, সবসময়ই ভারতকে দেখতে অসাধারণ লাগে।”
{ads}