শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দীর্ঘ ৯ মাস মহাকাশে আটকে আছেন সুনীতা (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোর (Barry Wilmore)। ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গী মহাকাশচারী (Astronaut) বুচ উইলমোর ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)- এ। তাঁদের ফেরার সময় ফের পিছিয়ে গেল। এলন মাস্কের মহাকাশযান সংস্থা স্পেসএক্স- এর উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। স্পেসএক্স ক্রু-১০ এ যান্ত্রিক সমস্যা থাকার কারণে এই উৎক্ষেপণ বাতিল হয়েছে।
{link}
নাসার তরফে জানানো হয়েছে, ১৯ মার্চের আগে তাঁদের ফেরানো সম্ভব নয়। ভারতীয় সময় আগামীকাল ভোর সাড়ে ৪ টের দিকে স্পেসএক্স ক্রু-১০ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানা গিয়েছে। সব দিক ঠিক থাকলে আর মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁরা পৃথিবীর মাটিতে পা রাখবেন। তাঁরা মাত্র ৮ দিনের জন্য মিশনে গিয়েছিলেন। তবে মহাকাশযানে সমস্যার কারণে তাঁরা আটকে পড়েন। শনিবার ভোরে চার মহাকাশচারীকে নিয়ে আইএসএসে রওনা দেবে স্পেসএক্স ক্রু-১০। তাঁরা হলেন- অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ। যদিও মিশন ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, উৎক্ষেপণের পথে প্রবল বাতাস এবং বৃষ্টিপাতের কারণে মিশনটি বাতিল করতে হয়েছিল। এছাড়াও, হাইড্রোলিক সিস্টেমে সমস্যা ধরা পড়েছিল।
{link}
নাসা এখন জানিয়েছে, যে উৎক্ষেপণের পরিস্থিতি অনুকূল। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। তিনি স্পেসএক্সের মালিক এলন মাস্ককেও এই দায়িত্ব দিয়েছেন। ট্রাম্প কয়েকদিন আগেই অভিযোগ তুলেছিলেন যে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন সুনিতা এবং বুচ উইলমোরদের মহাকাশে রেখে গিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে এলন মাস্কের সঙ্গে কথা বলেছেন। মাস্ক তাতে সম্মত হয়েছেন। এর পরেই মাস্কের কোম্পানি স্পেসএক্স তাঁদের ফিরিয়ে আনতে কাজ শুরু করে।
{ads}