শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একদিন বা দুদিন নয়, টানা ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে বুধবার একদম ভোর রাতে আমেরিকার ফ্লোরিডার উপকূলে অবতরণ করেছে তাদের মহাকাশযান। খুশিতে উদ্বেলিত সমস্ত বিশ্ববাসী। অতিরিক্ত খুশি ভারতবাসী, কারণ অচিরেই সুনীতা ভারতে আসছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) ননদ ফাল্গুনী পান্ডিয়া জানান, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও এবছরেই খুব শীঘ্রই ভারতে পা রাখবেন সুনীতা। তিনি আরও জানান, সুনীতার পিতৃভূমি ভারতবর্ষ।
{link}
গুজরাটের বাসিন্দা দীপক পান্ডিয়া সুনীতার বাবা। আর তাই ভারতের সঙ্গে নিবিড় যোগ রয়েছে সুনীতার। ফাল্গুনীদেবী আরও বলেন, "ভারতবাসীদের ভালোবাসেন সুনীতা। উনি নিশ্চয়ই আসবেন। শুধু দিনক্ষণ ও যাবতীয় ব্যবস্থা দেখে নিতে হবে।" তবে সুনীতা মহাকাশে আবার যাবেন কি না তা একেবারেই নভশ্চরের ব্যক্তিগত বিষয় বলে জানিয়ে দেন তিনি। সুনীতার ননদ আরও জানান, "যেকোনও পরিস্থিতিই আসুক না কেন, সুনীতা মানিয়ে নেন। আমাদের সকলের কাছে রোল মডেল তিনি।" জানা যাচ্ছে, গত ১৯ সেপ্টেম্বর ছিল সুনীতার জন্মদিন। মহাকাশেই কেটে গিয়েছে ৫৯ তম জন্মদিনটি। পরিবারের তরফে সুনীতার প্রিয় মিষ্টি কাজু কাটলি পাঠানো হয়েছিল। এমনকী, ফাল্গুনীদেবী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার কথা জানালে মহাকাশ থেকেই ছবি পাঠাতে বলেছিলেন সুনীতা। মহাকুম্ভ মেলা নিয়ে সুনীতাও বেশ উদগ্রীব ছিলেন বলে জানান ফাল্গুনী।
{link}
সুনীতার নিরাপদে ফিরে আসায় ভগবানকে ডেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের সকলেই। এর আগে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। ১ মার্চের সেই চিঠি গতকাল মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ১৪০ কোটি ভারতীয় সুনীতার কর্মকাণ্ডের জন্য গর্বিত বলে জানান মোদী। সুনীতার মা বনি পান্ডিয়া মেয়ের আসার অধীর অপেক্ষা করছেন বলে জানান মোদী। প্রয়াত বাবার আশীর্বাদও সুনীতার সঙ্গে সর্বদা রয়েছে বলে উল্লেখ করেন মোদী। 'ঘরের মেয়ে' সম্বোধন করে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। মহাকাশ গবেষণার ক্ষেত্রে সুনিতাদের এই জার্নি নতুন দিগন্ত খুলে দিয়েছে বলেই নাসার পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরোর পক্ষ থেকেই দুই মহাকাশযাত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে।
{ads}