header banner

Switzerland : ট্রাম্পের পথেই হাটলো সুইজারল্যান্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর বাংলাদেশকে (Bangladesh) কোনো আর্থিক সাহায্য করবে না। মূলত বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতনের কারণেই এই সিদ্ধান্ত। এবার সেই পথেই হাটলো সুইজারল্যান্ড (Switzerland)। বাংলাদেশে সমস্ত আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করে দিল সুইস সরকার। বিশ্বের উচ্চবিত্ত দেশগুলির মধ্যে অন্যতম এই দেশ।

{link}

এবার বাংলাদেশের মাথা থেকে হাত সরিয়ে নিল তারাও। প্রশ্ন উঠেছে, কেন সুইজারল্যান্ড এমন সিদ্ধান্ত নিলো? গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতায় টাকা ঢালা কমাতে উদ্যোগ নিয়েছে সেদেশের সংসদ। আর সেই সূত্র ধরেই চলতি বছরে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে নিল তারা। পাশাপাশি, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ছেঁটে দেওয়া হল ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ত্রাণ বন্ধের জেরেই এবার বিপাকে পড়তে চলেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে অন্যতম ‘ইউনূসের বাংলাদেশ’।

{link}

সেদেশের ফেডারেল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সংসদের এই সিদ্ধান্তে বাংলাদেশ-সহ প্রভাব পড়বে আলবেনিয়া ও জামবিয়াতেও। তাদের আরও দাবি , আপাতত ২০২৮ সাল পর্যন্ত এই সহযোগিতা চালানো হবে। কিন্তু তারপর থেকে আর কোনও রকম আর্থিক সহযোগিতা পাবে না এই দেশগুলি। উল্লেখ্য, ক্ষমতায় ফিরতেই ইউনূসের ‘বুলি বন্ধ’ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণের পাঁচ দিনের মাথায় বাংলাদেশ-সহ একাধিক রাষ্ট্রের জন্য সকল প্রকার সাহায্য় বন্ধ করে দিয়েছেন তিনি। 

{ads}

News Breaking News Bangladesh Switzerland Donald Trump Muhammad Yunus সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article