header banner

স্তব্ধ চাকা

article banner

কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ভারত বনধ। সাধারণ মানুষের কথা ভেবে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল।
ধর্মঘটের প্রভাব পরল কলকাতায় এস বি এস টি সি বাস স্ট্যান্ড ।  সেখানে হাতেগোনা কয়েকজন যাত্রী উপস্থিত রয়েছেন এবং টিকিট কাউন্টার গুলি একেবারেই ফাঁকা ।সমস্ত এস বি এস টি সি র গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ।গাড়ি কখন ছাড়বে উত্তরবঙ্গের উদ্দেশ্যে সে বিষয়ে সঠিক ভাবে কিছুই জানা নেই ।এর ফলে যাত্রীরা এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন। টিকিট কাউন্টার থেকে কিন্তু সঠিক ভাবে বলা যাচ্ছে না গাড়ি কখন ছাড়বে। কিন্তু অন্যান্য দিনের চেয়ে গাড়ির সংখ্যা বেশি রয়েছে।


যারা নিত্যযাত্রী তাঁদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং দুরপাল্লার বাসের সঠিক সময়ের যাত্রা না করতে পাড়ায় দুরপাল্লার যাত্রীরা  চিন্তায় পড়েছেন ।
 

TRANSPORT KOLKATA STOP STRIKE FARMERS INDIA WEST BENGAL

Last Updated :