শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সিগারেটের (Cigarette) দাম বৃদ্ধিকে নাগরিকমহল স্বাগত জানিয়েছে। পাশাপাশি স্বাগত জানিয়েছে ক্যান্সারের (Cancer) মতো জীবনদায়ী ওষুধের দাম কমায়। তামাকজাত পণ্যের উপর করের বোঝা আরও বাড়বে। ফলে, নিত্যপ্রয়োজনীয় জিনিস বা ওষুধের দাম কমলেও সিগারেট সহ বিভিন্ন তামাকজাত পণ্য়ের দাম বাড়ছে। সিগারেট, গুটখা, পান মশলা এবং সমস্ত তামাকজাত পণ্যের উপর করের বোঝা আরও বাড়নো হচ্ছে।
{link}
সরকার এই সমস্ত পণ্যের উপর জিএসটি (GST) হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৪০ শতাংশ করে দিয়েছে। এই নতুন হার আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। কেবল তামাকজাত পণ্যই নয়, বিলাসবহুল গাড়ি, ফাস্ট ফুড এবং মিষ্টি বা চিনিযুক্ত পানীয়ের উপরও ৪০ শতাংশ কর আরোপ করা হল। অর্থাৎ ব্যয়বহুল জিনিস এবার থেকে হবে আরও ব্যয়বহুল।
{link}
সিগারেট এবং পান মশলার দামে একলাফে অনেকটা বেড়ে যাবে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দামে। বর্তমানে যে সিগারেটের একটি প্যাকেট ২৫৬ টাকায় পাওয়া যায়, নতুন হারের পরে তার দাম হবে প্রায় ২৮০ টাকা হবে , যে প্যাকেটের দাম ১২৮ টাকা, সেগুলির দাম বেড়ে হবে ১৪০ টাকা।
{ads}