header banner

Bihar Election: ইন্ডিয়া জোট সরকার গড়লে বিহারের প্রত্যেক পরিবারে অন্তত একজন সরকারি চাকরি পাবেন! প্রতিশ্রুতি তেজস্বীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পাইয়ে দেওয়ার রাজনীতি ভারতীয় সমাজনীতিকে চূড়ান্তভাবে কলঙ্কিত করে চলেছে। অনুদান কখনো মহৎ কাজ হতে পারে না। তেজস্বীর এই কথা বিহারের রাজনীতিতে নতুন সংযোজন। তেজস্বী বলেন, “আজ আমরা ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি। অনেকেই জানতে চাইছিলেন যে আমরা বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। বিগত ২০ বছর ধরে এই সরকার বোঝেনি যে বেকারত্ব সবথেকে বড় ইস্যু। জেডিইউ, বিজেপি কেউ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, বেকারত্বের ভাতা দিচ্ছে। বিহারের যে কোনও পরিবার, যাদের কেউ সরকারি চাকরি করেন না, তারা নতুন বিধানে সরকারি চাকরি পাবেন। সরকার গড়ার ২০ দিনের মধ্যে আমরা এই বিধান আনব এবং ২০ মাসের মধ্যে আমরা নিশ্চিত করব যে বিহারের কোনও বাড়ি যেন এমন না থাকে, যেখানে কারোর সরকারি চাকরি নেই।” স্পষ্টভাবেই পরিবর্তন এলে বিহারে বিপুল পরিমাণে সরকারি চাকরি প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছন তিনি। 

{link}

এ দিন নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী যাদব বলেন যে তাদের জোট ক্ষমতায় এলে সকল পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে। সরকার গঠনের ২০ দিনের মধ্যেই বিধান আনা হবে এই নিয়ম কার্যকর করার জন্য। বিহারে কোনও বাড়ি এমন থাকবে না যেখানে কেউ চাকরি করে না। বিহারের বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগেই রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বড় ঘোষণা। তিনি বললেন যে বিরোধী ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের প্রতিটি পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। এমন প্রতিশ্রুতিতে বিহারের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

{ads}

Bihar Bihar Assembly Election Tejaswi Yadav Bihar Election News INDIA Alliance News বিহার নির্বাচন নির্বাচন খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article