শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: যে দেশে রাতে না খেয়ে ঘুমোতে যায় বহু মানুষ, শীতের রাতে একটা কম্বলের অভাবে অসুস্থ হয়ে পড়ে অনেক ফুটপাথবাসি সেই দেশেই প্রতিযোগিতা করে বিক্রি হয় মদ। এই বৈচিত্র মন খারাপ করে দিলেও এটা বাস্তব। এবার সামনে এলো বর্ষশেষে দিন কোন রাজ্যে কত মদ বিক্রি হয়েছে তার তালিকা।
প্রথম - তেলঙ্গানা: নিরঙ্কুশ ভাবে শীর্ষে নতুন বছরের উদ্যাপন ঘিরে মদের বিক্রিতে দেশজুড়ে নজর কেড়েছে তেলঙ্গানা। ৩০ ও ৩১ ডিসেম্বর—এই দু’দিনেই রাজ্যে মদের বিক্রি ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা, যা দৈনিক গড় বিক্রির প্রায় আট গুণ। এই বিপুল বিক্রির কেন্দ্রবিন্দু ছিল হায়দরাবাদ, যেখানে শত শত পার্টির জেরে চাহিদা আকাশছোঁয়া হয়ে ওঠে।
দ্বিতীয় - উত্তরপ্রদেশ: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় স্থানে মদের বিক্রিতে তেলঙ্গানার পরেই জায়গা করে নিয়েছে উত্তরপ্রদেশ। নতুন বছরের উৎসব ঘিরে রাজ্যে প্রায় ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিপুল জনসংখ্যা এবং লখনউ, নয়ডার মতো শহরে ক্রমবর্ধমান আর্বান নাইটলাইফের জোরেই এই সাফল্য এসেছে।
{link}
তৃতীয় - কর্ণাটক: বেঙ্গালুরুর উচ্ছ্বাসে রেকর্ড বিক্রি বেঙ্গালুরুর প্রাণবন্ত পাব ও ব্রিউয়ারি সংস্কৃতির হাত ধরে কর্ণাটকেও নতুন বছরের উৎসবে মদের বিক্রি পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়। ২৮ ডিসেম্বর একদিনেই রাজ্যে মদের বিক্রি হয়েছে ৪০৯ কোটি টাকা। আর নববর্ষের রাতে বিক্রি হয়েছে প্রায় ৩০৮ কোটি টাকার মদ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে।
চতুর্থ - অন্ধ্রপ্রদেশ: উৎসবের আমেজে দ্বিগুণ বিক্রি নববর্ষের রাতে অন্ধ্রপ্রদেশে মদের বিক্রি পৌঁছেছে প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ১৪৭ কোটি টাকার তুলনায় প্রায় দ্বিগুণ। খুচরো দোকানগুলিকে মধ্যরাত পর্যন্ত এবং বারগুলিকে রাত ১টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তই এই বিক্রি বৃদ্ধিতে বড় ভূমিকা নিয়েছে।
পঞ্চম - দিল্লি: উদ্যাপনের রাজধানী নতুন বছরের আনন্দে মেতে উঠেছিল দেশের রাজধানী দিল্লিও। নববর্ষ উপলক্ষে দিল্লিতে মদের বিক্রি হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। হোটেল, বার এবং একাধিক প্রাইভেট পার্টির জেরেই এই বিপুল পরিমাণে বিক্রি হয়েছে মদ। এর পাশাপাশি, নয়ডাতেও ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মিলিয়ে অতিরিক্ত ১৬ কোটি টাকার মদের বিক্রি হয়েছে।
{ads}