header banner

Dhaka Indian Embassy: ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন হতে চলেছে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশে ঘটছে বিক্ষিপ্ত হিংসার ঘটনা। সেই কারণেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। আলোচনার পর গৃহীত হতে পারে বড় পদক্ষেপ। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে এস জয়শঙ্করের মন্ত্রকের পক্ষ থেকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, কয়েক দিন পূর্বেই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতকে বার্তা পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বতী সরকার। 

{link}

কিন্তু, ঠিক কোন বিষয়ের উপর লক্ষ্য রেখে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক? একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এর পিছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। সম্প্রতি, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (NCP) -এর নেতা হাসনাত আবদুল্লাহকে ভারতবিরোধী বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে বিস্ফোরক বক্তৃতা দিয়েছেন তিনি। নিজের বক্তব্যে তিনি 'সেভেন সিস্টার্স' কে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান করেছেন। একইসঙ্গে, বাংলাদেশও উত্তর-পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেবে বলে মন্তব্য করেছেন এই রাজনৈতিক নেতা। তাঁর এই বক্তব্যের পরেই ঢাকায় থাকা ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিদেশ মন্ত্রক। এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই তলব করা হয়েছে রিয়াজ হামিদুল্লাকে। 

{link}

আগামী বছরের দ্বিতীয় মাসে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন রয়েছে। একইসঙ্গে ওই দিনেই হবে জুলাই সনদ নিয়ে গনভোট। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশে অশান্তি বাড়তে শুরু করেছে। প্রকাশ্যে উঠে আসছে একাধিক বিক্ষিপ্ত হিংসার ঘটনার খবর। শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ নয়, ভারতবিরোধী বক্তৃতা দিচ্ছেন আরও একাধিক নেতা। ফলে, এই আবহে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে। ভোটের আগে অশান্তি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এই একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। এবার একই পথে হাঁটল ভারত। 

{ads}

India Bangladesh Relation India Bangladesh Bangladesh News Indian High Commission Indian Embassy Bangladesh News সংবাদ ভারতীয় দূতাবাস বাংলাদেশ আপডেট

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article