শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বর্ষা (monsoon) ঢোকার সঙ্গে সঙ্গে ভয়াবহ অবস্থা উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায়। বিশেষ করে অসম, মেঘালয়, মণিপুর ও মিজোরামের। ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর-পূর্ব ভারত (Northeast India)। লাগাতার বৃষ্টির জেরে নেমেছে ধস, হড়পা বান। দুদিনের বৃষ্টিতেই কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
{link}
ভারী বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ জাতীয় সড়কও। অসম (Assam)- মেঘালয়ের (Meghalaya) মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্ষা ঢুকতে না ঢুকতেই তার ভয়ঙ্কর রূপ দেখছে অসম, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। একটানা ভারী বৃষ্টির জেরে এই চার রাজ্যেই হড়পা বান ও ধস নেমেছে। শুধুমাত্র শনিবারই কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। জলে প্লাবিত গ্রামের পর গ্রাম। শুধু অসমেই কমপক্ষে ৬০ হাজার মানুষ ঘরছাড়া।
{link}
জানা গিয়েছে, শনিবার অসমে ৫ জনের মৃত্যু হয়েছে ধস ও হড়পা বানের জেরে। অরুণাচল প্রদেশের পূর্ব কামেঙ্গ জেলায় ধসের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায়। দুই পরিবার মিলিয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে তাতে। আরেক জায়গায় চাষের জমিতে ধস নেমে দুইজনের মৃত্যু হয়েছে। মৌসম ভবনের তরফে আরও বিপদের সতর্কতা দেওয়া হয়েছে। অসমের একাধিক অংশে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর-পূর্বের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
{ads}