header banner

Pakistan : ৭ বছরের শিশুর বিরুদ্ধে সন্ত্রাস মামলা!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেলুচিস্তান (Balochistan) অদূর ভবিষ্যতে পাকিস্তান নিজের হাতে রাখতে পারবে কিনা তার উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু বলোচ বিদ্রোহ দমনের নামে পাক সরকার যা করছে তাতে বোঝা যায় পাকিস্তান (Pakistan) ভয় পেয়েছে। এই অঞ্চলের মানুষের বিরুদ্ধে নির্মম পাক সরকারের অত্যাচারের আরও এক জ্বলন্ত প্রমাণ সামনে এল। শাহবাজ সরকারের রোষানল থেকে রেহাই পেল না মাত্র ৭ বছরের শিশুও।

{link}

বেনজিরভাবে সাতের শিশুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করল পাক সরকার। ঘটনা প্রকাশ্যে আসার পর বেলোচিস্তান তো বটেই নিন্দায় সরব হয়েছে পাকিস্তানের জনগণ। অভিযোগ উঠছে, বালোচ হওয়ার অপরাধেই এই শাস্তি। পাকিস্তানের এক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা বালোচিস্তানের তুর্বত অঞ্চলের। জানা যাচ্ছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে কারণ শিশুটি গুলজার দোস্ত নামে এক মানবাধিকার কর্মীর ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করেন। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ হয় সেখানকার প্রশাসন।

{link}

শিশুটিকে জঙ্গি হিসেবে দাগিয়ে দিয়ে দায়ের হয় সন্ত্রাসবিরোধী কড়া আইন। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে পাক মানবাধিকার সংস্থার তরফে। ঘটনাকে শিশু অধিকার বিরোধী পদক্ষেপ বলে সরব হয়েছে সংগঠনটি। সংগঠনের তরফে জানানো হয়েছে, “বালোচিস্তানের তুর্বতে ৭ বছরের শিশুর বিরুদ্ধে সন্ত্রাস মামলায় এফআইআর দায়ের করা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘন। এই ঘটনা শুধু আইনের অপব্যবহার নয়, বরং শিশু সুরক্ষা, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নিয়মের গুরুতর লঙ্ঘন। একটি ভিডিও শেয়ার করার জন্য কাউকে জঙ্গি হিসেবে দেখা ক্ষমতার অপব্যবহারের ঘৃণ্য নজির।”

{ads}

News Breaking News Balochistan Pakistan সংবাদ

Last Updated :