header banner

Modi : সন্ত্রাস পাকিস্তানের রুটিরুজি হয়ে গেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তান যে জঙ্গিদের আতুরঘর - তা এখন সারা বিশ্ব জেনে গেছে। ভারতের প্রধানমন্ত্রী এবার পাকিস্তানের মানুষের কাছে সোজা বিকল্প দিলেন। সোমবার গুজরাটের (Gujarat) ভুজের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসের রোগ থেকে মুক্ত করার জন্য পাকিস্তানের মানুষকেই এগিয়ে আসতে হবে, পাকিস্তানের তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

{link}

সুখে-নিশ্চিন্তে জীবন কাটাও। রোটি খাও (রুটি খাও)। ওয়ার্না মেরি গুলি তো হ্যায়ই (নাহলে আমার বুলেট তো আছেই)।’ ভুজের সভা থেকে মোদী এটাও জানান যে কেন পহেলগাঁও হামলার ১৫ দিন পরে অপারেশন সিঁদুর চালানো হয়। তিনি বলেন, ‘পহেলগাঁও হামলার পরে আমি ১৫ দিন অপেক্ষা করেছিলাম। আশা করেছিলাম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পাকিস্তান। কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ত্রাসবাদ হল ওদের রুটি-রুজি।’ সেইসঙ্গে মোদী বলেন, ‘মনুষ্যত্বকে রক্ষা করার এবং সন্ত্রাসবাদকে ধ্বংস করার মিশন হল অপারেশন সিঁদুর।’

{link}

সেই রেশ ধরে ভারত এবং পাকিস্তানের আর্থিক অবস্থারও তুলনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত যেখানে পর্যটনের উপরে আস্থা রাখে, সেখানে পাকিস্তান আবার সন্ত্রাসবাদকেই পর্যটন হিসেবে বিবেচনা করে। আমি পাকিস্তানের লোকজনের কাছে জানতে চাই, আপনারা কী অর্জন করেছেন?' ভারতের প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, 'আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে মদত জোগায়, তারা আপনাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।’ উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) পরিসংখ্যান উদ্ধৃত করে রবিবারই নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, জাপানকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত।

{ads}

 

News Breaking News Gujarat Modi সংবাদ

Last Updated :