header banner

Thailand : তেলাপিয়া মাছ নিধনে নামলো থ্যাইল্যান্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তেলাপিয়া মাছের (Tilapia fish) জন্য প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে থ্যাইল্যান্ড সরকারের (Government of Thailand)। এই মুহূর্তে তাই তারা একটা প্রকল্প নিয়েছে যে দেশের ত্যালাপিয়া মাছ নিয়ন্ত্রনে আনবে। আসল ব্যাপার হলো থাইল্যান্ড প্রশাসন জানিয়েছে, দেশে তেলাপিয়া মাছের বাড়বাড়ন্তে মাছ চাষে ক্ষতি হচ্ছে।

{link}

ব্ল্যাকচিন নামক এক ধরনের তেলাপিয়া মাছ থাইল্যান্ডের ১৭টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এই মাছ অন্যান্য ছোট মাছ, কুচো চিংড়ি ও শামুক, লার্ভা খেয়ে ফেলছে। ফলে বিস্তত ক্ষতি হচ্ছে ওদের। থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে (commercially) মাছ ও চিংড়ির চাষ হয়। দেশের অর্থনীতির একটা বড় অংশও এই রঙিন বিদেশি মাছ বিক্রি থেকে আসে।

{link}

সেখানেই ব্যবসায় ক্ষতি করছে এই তেলাপিয়া মাছ। ফলে কপ পড়েছে ওই মাছের উপর। তেলাপিয়া মাছের বাড়বাড়ন্ত  রুখতেই সরকার একটি কমিটি গঠন করেছে। তেলাপিয়ার বংশবিস্তার রুখতে নদী ও জলাশয়ে ভেটকি, মাগুর মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। যাতে তারা তেলাপিয়া মাছের বংশ বৃদ্ধি আটকাতে পারে। বলা হয়েছে, তেলাপিয়া মাছের কারণে দেশের অর্থনীতিতে বিপুল ক্ষতি হচ্ছে। প্রায় লোকসান হচ্ছে ২৯৩  মিলিয়ন ডলারের। এই ক্ষতি রুখতেই সরকার তেলাপিয়া মাছ ধরার নিদান দিয়েছে।

{ads}

News Breaking News Government of Thailand Tilapia fish Thailand International News সংবাদ

Last Updated :