header banner

USA: আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছে

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া সারা বিশ্বে আছে। আর এই ধৰ্মীয় মেরুকরণই জন্ম নেয় ধৰ্মীয় সন্ত্রাসবাদ। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন কমলা হ্যারিস এবং জো বাইডেন। যেভাবে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ধর্মীয় সংখ্যালঘুরা, সেই ঘটনারও তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

{link}

বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা দেন ট্রাম্প। সেখানেই বাংলাদেশের অবস্থা নিয়ে মুখ খোলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী। কিন্তু হঠাৎ তিনি নির্বাবনে জেতার জন্য এভাবে ধৰ্মীয় তাস খেলবেন তা কেউ ভাবেন নি।এক্স হ্যান্ডেলে লেখেন, “হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে বাংলাদেশে। লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে চূড়ান্ত অশান্তি। আমার নজরে থাকলে এমনটা কখনই হতে পারত না।”

{link}

অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসনকেই দায়ী করলেন ট্রাম্প। সঙ্গে সাফ জানিয়ে দিলেন, ভারতীয় বংশোদ্ভূত কমলা বারবার উপেক্ষা করেছেন হিন্দুদের। এক্স বার্তায় ট্রাম্পের দাবি, “কমলা এবং জো আমেরিকা-সহ গোটা বিশ্বের হিন্দুদের দিকে ফিরেও তাকাননি।''

{ads}

news breaking news Bangladesh Seikh Hasina USA Donald Tramp fight সংবাদ

Last Updated :