header banner

PM : আমেরিকা সফরে যাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আপাত দৃষ্টিতে মধ্য প্রাচ্যের যুদ্ধ কিছুটা বন্ধ হলেও  এখনো পুরোপুরি বন্ধ হয়নি। একে অপরের দিকে এখনো আঙ্গুল তুলছে। সেই পরিস্থিতিতে আগামী সপ্তাহে আমেরিকায় যেতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এই সফরের সমস্ত পরিকল্পনা করছে তাঁর দপ্তর। ওয়াশিংটনে তিনি বৈঠক করবেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফলে জল্পনা শুরু হয়েছে, এই সাক্ষাতের পর ফের ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে নতুন কোনও চুক্তি করতে পারে আমেরিকা।

{link}

নাকি যুদ্ধবিরতির মাঝেই নতুন করে গাজায় লড়াই শুরু করতে পারে তেল আভিভ। মধ্য প্রাচ্যের যুদ্ধ বন্ধ নিয়ে বিশ্বের অভিনন্দন কুড়িয়েছেন ট্রাম্প। এবার কি নতুন কোনো রসায়ন সামনে আসতে চলেছে মার্কিন আর ইসরাইলের মধ্যে? সূত্রের খবর, আগামী সোমবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন নেতানিয়াহু। সোমবার তিনি পা রাখবেন ওয়াশিংটনে। ফিরে আসবেন বৃহস্পতিবার। কিন্তু এই সফর নির্ভর করছে নেতানিয়াহুর স্বাস্থ্যের উপর। কারণ সদ্যই তিনি প্রস্টেট সার্জারি থেকে সেরে উঠেছেন। 

{link}


২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইজরায়েল। এই লড়াইয়ে প্রথম থেকেই তেল আভিভের পাশে রয়েছে আমেরিকা। কিন্তু গাজার মৃত্যুমিছিল নিয়েও সরব হয় হোয়াইট হাউস। এরপর রাফায় ইজরায়েলি ফৌজের অভিযান নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মন কষাকষি শুরু হয় নেতানিয়াহুর। ইহুদি দেশটিকে অস্ত্রের সরবরাহ স্থগিত করে দেয় মার্কিন প্রশাসন। এখন দেখার যে নতুন কোন অংক উঠে আসে এই দুই রাষ্ট্র নেতার মিটিংয়ের পরে।

{ads}

News Breaking news Donald Trump Benjamin Netanyahu Israel PM সংবাদ

Last Updated :