header banner

Russo-Ukraine: বেড়ে চলেছে রুশ-ইউক্রেন যুদ্ধ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রায় তিন বছর হতে চললো রুশ-ইউক্রেন যুদ্ধ (Russo-Ukraine War)। তা বন্ধ হবার কোনো লক্ষণ নেই, বরং বেড়েই চলেছে। এই মুহূর্তে ইউক্রেনে প্রবল ঠান্ডা। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আর সেই সুযোগেই রাশিয়া তাদের আক্রমনের ঝাঁঝ বাড়িয়ে চলেছে। বিদ্যুৎকেন্দ্র রয়েছে এমন জায়গাতেই বেছে বেছে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ ফৌজ।

{link}

এই হামলার জেরে এখন অন্ধকারে ডুবে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা। বন্ধ পানীয় জলের লাইনও। কনকনে ঠান্ডায় সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। রাশিয়ার এই আক্রমণের কড়া নিন্দা জানিয়েছে কিয়েভ (Kyiv)। সমস্ত বিশ্ব তাকিয়ে দেখছে পুতিনের এই আমানবিক আক্রমন। ধিক্কার জানানোর ভাষা নেই। এর আগে ট্রাম্প (Donald Trump) বলেছিলেন, পুতিনের (Vladimir Putin) সঙ্গে তিনি আলোচনায় বসবেন। তার বিশ্বাস আলোচনার পরে যুদ্ধ হয়তো বন্ধ হবে। কবে দুই রাষ্ট্র নেতার আলোচনা হবে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ।

{link}

হামলা পালটা হামলা, রক্তপাত, হানাহানি সব কিছু নিয়েই বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ। এই মুহূর্তে শীতে কাঁপছে ইউক্রেন। আর এই সময়টাকেই হাতিয়ার করেম হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সূত্রে খবর, বুধবার রাতে পশ্চিম ইউক্রেনের লভিভ, জাইটোমির-সহ বিভিন্ন শহরে আছড়ে পরে প্রায় দুশোর কাছাকাছি মিসাইল। যা আঘাত হানে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষ লক্ষ মানুষ। অসহায় মানুষ পাচ্ছে না বিদ্যুৎ, পাচ্ছে না পানীয় জল।

{ads}

 

News Breaking News Kyiv Russo-Ukraine War Donald Trump International News সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article