header banner

Vladimir Putin: ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে না এলেও চিনে যাচ্ছেন রুশ রাষ্ট্রপতি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল নিউজ: অগাস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে সশরীরে যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরে ভারতে রয়েছে জি ২০ শীর্ষ সম্মেলন। সেখানেও তিনি যে সশরীরে উপস্থিত থাকবেন না, দিন দুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তা জানিয়ে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি। তবে অক্টোবরে চিন সফরে আসছেন তিনি। বেজিংয়ে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দিতে পুতিন রাজি হয়েছেন বলে সূত্রের খবর। পুতিন যদি চিন সফরে আসেন, তাহলে তা হবে তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরওয়ানা জারির পর প্রথম সফর।    

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, অক্টোবরে চিন সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। সেখানে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামে’র বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। পুতিনের এই সফরের জন্য মস্কোতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার পর এই প্রথম বিদেশ সফর করতে চলেছেন তিনি। চিন সফরে রাজি হলেও, ৯ ও ১০ সেপ্টেম্বর, নয়া দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না তিনি। সোমবার (২৮ অগস্ট) এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তাঁর বদলে সম্মেলনে যোগ দেবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতে আসছেন না, অথচ চিনে যাচ্ছেন কেন রুশ প্রেসিডেন্ট?
{ads}

Vladimir Putin India G-20 Russia International China সংবাদ

Last Updated :