header banner

Bangladesh : বাংলাদেশের বুকে বইছে তালিবানি হাওয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশ কী করবে তা তাদের নিজস্ব বিষয়। কিন্তু একদম প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতকে নজর দিতে হচ্ছে সেই দিকে। মহিলাদের ‘পা বেঁধে দেওয়ার’ চেষ্টা করছে বাংলাদেশ? কাজ কারবার দেখে তো এবার এমনই মন্তব্য কাটছেন অনেকে। কেউ কেউ তো আবার বলছেন, বাংলাদেশের (Bangladesh) বুকে বইছে তালিবানি হাওয়া। কিন্তু কেন এমন মন্তব্য?

{link}

গতকাল রংপুরে মহিলা আন্তঃজেলা ফুটবল ম্যাচে বাঁধ টানল কট্টরপন্থীরা। ম্যাচ শুরুর মিনিট কয়েক আগেই বাতিল করে দেওয়া হল খেলা। তারাগঞ্জে ছিল সেই আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। মুখোমুখি হয়েছিল জয়পুরহাট মহিলা ফুটবল দল ও রাজশাহী মহিলা ফুটবল দল। কিন্তু মহিলাদের স্বাধীনতায় বিশ্বাস করে না পাকিস্তানপন্থী মৌলবাদীরা।

{link}

স্থানীয় সূত্রে খবর, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের খানিক আগে হঠাৎ স্টেডিয়ামে ঢোকে একদল মৌলবাদীরা। সেখানে এসেই কেন মহিলারা ফুটবল খেলছে, এই নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের মধ্যেই এক নেতা মাইকে ঘোষণা করে ম্যাচ বন্ধের দাবি জানান। এরপর বন্ধ হয়ে যায় সেই ম্যাচ। নেতার ‘বাণী’ আসতেই মহিলা ফুটবল বন্ধ করতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম থেকেই ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন উপস্থিত থাকলেও, তারা কার্যত ঠুঁটো জগন্নাথের মতোই দাঁড়িয়ে থাকে। স্বাভাবিক কারণেই এই আক্রমন নারী স্বাধীনতার উপর আক্রমন বলেই মনে করছে সেই দেশের নারী সমান। তারা এই মৌলবাদীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন।

{ads}

News Breaking News Muhammad Yunus Bangladesh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article