header banner

Ratan Tata: বাণিজ্য জগতে টাটা গোষ্ঠীর পথ চলা শুরু হয় ১৮৬৮ সালে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিশ্ব বাণিজ্য জগতে 'টাটা গ্রুপ' শুধুই সুপরিচিত একটা নয়, একেবারে প্রথম সারির বাণিজ্যসংস্থা ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠান। ইতিহাস জানাচ্ছে, বাণিজ্য জগতে টাটা গোষ্ঠীর পথ চলা শুরু হয় ১৮৬৮ সালে। প্রথমে ট্রেডিং ফার্ম দিয়ে শুরু।  আর আজকে একদম রান্নাঘরের নুন থেকে আকাশের বিমান - সর্বত্র বিরাজ করছে টাটা গ্রুপ। বর্তমানে টাটা গ্রুপের ১৭টি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত। টাটা গ্রুপে সবমিলিয়ে প্রায় ৯ লক্ষ ৩৫ হাজার কর্মী রয়েছে। প্রায় ১০০টিরও বেশি কোম্পানি রয়েছে টাটা গ্রুপের অধীনে।

{link}

কিন্তু কিভাবে ও কাদের হাত ধরে টাটা গোষ্ঠীর এই বিবর্তন ও বিকাশ?১৫৭ বছর ধরে এগিয়ে চলেছে টাটা গোষ্ঠী। জামসেদ নাসিরি টাটার হাত ধরে শুরু তাঁর বাণিজ্য। একদম ক্ষুদ্র থেকে শুরু হয় তাঁর ব্যবসা। বাবা জামশেদজী টাটার পর রতন টাটার ঘাড়েই সংস্থা সামলানোর গুরু দায়িত্ব এসে পড়ে। ১৯৯১ থেকে ২০১২ পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্তও চেয়ারম্যান পদে ছিলেন রতন টাটা। বর্তমানে টাটা গ্রুপের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তিনি।

{link}

এই বিপুল অঙ্কের এবং বিশালাকার টাটা গোষ্ঠীর দায়িত্বভার থেকে ২০১৭ সালে সরে দাঁড়ান রতন টাটা। তাঁর জায়গায় নটরাজন চন্দ্রশেখরনকে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন টাটা গ্রুপের এই সুবিশাল সাম্রাজ্য। অচিরেই সেই গ্রুপে আরও অন্তত ৫ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে।

{ADS}

news breaking news Ratan Tata business econimics India সংবাদ

Last Updated :