header banner

Delhi: রাজধানী শহর বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শীতের শুরুতেই দিল্লির দূষণ সমস্ত সীমা অতিক্রম করেছে। পরিবেশ গবেষকেরা নিয়মিত যন্ত্র নিয়ে দূষণের পরিমাপ করছেন। তারা জানিয়েছেন, ১৮ই নভেম্বর দুপুর ১২:৩০-এ দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI) পৌঁছেছিল ৯৭৮-এ, যা একদিনে ৪৯.০২ টি সিগারেট খাওয়ার সমান। এ অবস্থায় রাজধানী শহর যেন বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেছে।

{link}

মানুষের শ্বাস-প্রশ্বাসে প্রবল কষ্ট হচ্ছে। অনেকের কাশি চূড়ান্ত মাত্রায় বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট দিল্লির আপ সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। দিল্লি সরকার কিছুতেই দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে না।সুপ্রিম কোর্ট এই নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মাসিহর এর ডিভিশন বেঞ্চ GRAP-এর স্টেজ ৪ কার্যকর করতে দেরি করার জন্য ক্ষোভ প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, AQI ৪৫০-র নিচে নামলেও স্টেজ ৪-এর প্রতিরোধমূলক পদক্ষেপে কোনো ছাড় দেওয়া যাবে না।

{link}

এদিকে, দূষণের কারণে দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া বাকি ক্লাসগুলির অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছে। সবটা মিলিয়ে দিল্লি আর বাসযোগ্য নেই। দিল্লির সঙ্গে সঙ্গে হরিয়ানা উত্তর প্রদেশের দূষণও বেড়ে চলেছে। পরিবেশ গবেষকেরা AQI বিচার করে বলছেন,দিল্লিতে একদিন থাকা মানে প্রায় ৫০ সিগারেট খাওয়ার মতো দূষণ শরীরে ঢোকানো হচ্ছে।

{ads}

news breaking news Delhi fogg Capital of India pollution environment India সংবাদ

Last Updated :