header banner

India; ইতিহাস তুলে ধরার চেষ্টা কেন্দ্রীয় সরকারের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ৪ হাজার বছর আগে সিন্ধু সভ্যতা কেমন ছিল? তাই প্রকাশ্যে আনতে চলেছেন মোদী ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। গুজরাটের লোথালে ‘ন্যাশনল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স’ গড়ার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে পর্যটন অর্থনীতি আরও গতি পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

{link}

এক্স হ্যান্ডলে তিনি তাঁর লিঙ্কডইনের একটি পোস্টের লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, 'কেন্দ্রের এই সিদ্ধান্তে সংস্কৃতি ও পর্যটনের দুনিয়ায় নতুন দিগন্ত খুলে যাবে।' স্বাভাবিক কারণেই সকলেই এতে খুশি। পর্যটকের ভিড় বাড়বে অনেক। ঐতিহাসিকরা তথ্য দিয়ে প্রমাণ করেছেন, লোথাল প্রাচীন সিন্ধু সভ্যতার দক্ষিণের স্থানগুলির একটি ছিল। বর্তমান গুজরাটের ভাল অঞ্চলে অবস্থিত। ২২০০ খ্রিস্টপূর্বাব্দে শহরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। ফলে প্রায় ৪০০০ বছরের পুরনো ইতিহাস বহন করছে লোথাল।

{link}

আর এই লোথালেই পুরনো সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে কেন্দ্র।প্রধানমন্ত্রী লিখেছেন, লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের (এনএমএইচসি) উন্নয়নে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। হেরিটেজ কমপ্লেক্সে প্রাচীন সেই সভ্যতার স্বাদ পাবেন পর্যটকরা।

{ads}

news breaking news India sindhu desh history ancient সংবাদ

Last Updated :