শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রাচ্যে আবার কি যুদ্ধের মেঘ? এই মুহূর্তে গাজা ও ইসরাইলের (Gaza and Israel) মধ্যে যুদ্ধ বিরতি চললেও পুরোপুরি যুদ্ধ বন্ধ হচ্ছে বলে মনে হয় না। এর মাঝেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঙ্কার, “আমরা গাজা দখল করবই।” আর এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়েই।
{link}
ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে ভয়ংকর যুদ্ধের মেঘ। এখন হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছেন ইজরায়েলের পণবন্দিরা। তেল আভিভও মুক্তি দিচ্ছে প্যালেস্তিনীয় জেলবন্দিদের। তবে চাপানউতোর জারি রয়েছে দুপক্ষের মধ্যে। চুক্তি লঙ্ঘন নিয়ে একে অপরের দিকে আঙুল তুলছে তারা। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে আমেরিকায় পা রাখেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরাইলের মাথার উপর প্রথম থেকেই হাত আছে আমেরিকার - তা বাইডেন হোক বা ট্রাম্প।
{link}
মঙ্গলবার নেতানিয়াহু বৈঠক করেন ট্রাম্পের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। এএনআই সূত্রে খবর, নেতানিয়াহুকে পাশে নিয়েই ট্রাম্প ঘোষণা করেন, “আমেরিকা গাজার দখল নেবেই। প্যালেস্তিনীয়দের অন্যত্র পুনর্বাসিত করার পরে আমরা গাজার উন্নতি করব, সংস্কার করব। গাজায় যে বোমা, বিস্ফোরক রয়েছে সেগুলো সব ধ্বংস করব। এরপর সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আর্থিক উন্নয়ন ঘটাব। মানুষের মাথার ছাদ তৈরি করব। আমরা গাজা জয় করবই।”
{ads}