শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একদিকে ভারতীয় সেনা আর অন্যদিকে বলোচ আর্মির আক্রমনে পাকিস্তানের (Pakistan) অবস্থা খুবই খারাপ। আগে ঘর সামলাক পাকিস্তান। দেশভাগ প্রায় হতেই চলল। বালুচিস্তানকে (Balochistan) স্বাধীন করতে ফের ভারতের কাছে আর্জি বালুচিস্তান লিবারেশন আর্মির। এবার কি সত্যিই পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হয়ে যাবে?
{link}
নতুন করে বার্তা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। আর তা সরাসরি ভারতের জন্যই। তাদের দাবি, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনীর থেকে যে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বালোচ লিবারেশন আর্মির হাতে তুলে দিক ভারত। ভিডিয়ো বার্তায় বালোচ আর্মিকে বলতে শোনা যায়, “যে ৯৩ হাজার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান সেনার থেকে, তা আমাদের দিয়ে দিন। তারপর দেখুন আমরা কীভাবে পাকিস্তানের সঙ্গে লড়ি, কীভাবে পতন হয় পাকিস্তানের। আমাদের পরমাণু অস্ত্র বা মিসাইল লাগবে না।”
{link}
পাশাপাশি প্রেস বিবৃতিও দিয়েছে বিএলএ। সেখানেও ভারতকে আর্জি জানিয়েছে সাহায্যের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, “আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন। দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।” প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘর্ষ আবহে গত শুক্রবারই বালুচিস্তানে দেখা গিয়েছিল অন্য দৃশ্য। পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে দেয় বালোচ বিদ্রোহীরা। তার বদলে ওড়ায় ‘স্বাধীন’ বালুচিস্তানের পতাকা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
{ads}