header banner

Food blogger : রীল বানাতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু ফুড ব্লগারের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ১০ ঘন্টা ধরে এক টানা খেয়ে রীল (reel) বানাতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু ফুড ব্লগারের (food blogger)। রীল বানানো নতুন প্রজন্মের কাছে একটা নেশা। এতে ভালোই রোজগার হয়। তাই এটাকে অনেকেই পেশা করে নিচ্ছে। কেউ বেড়ানো, কেউ রান্না করা, কেউ কোনো এডভেঞ্চার তো কেউ শুধুই খেয়ে যাওয়া। আর তার পরিনাম কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন হয়েছে চিনের মাত্র ২৪ বছরের যুবতী প্যান জায়োতিংয়ের। প্যান জায়োতিংয়ের ব্লগের বিষয় ছিল খাওয়া। বেশি করে খাওয়া, অনেক সময় ধরে খাওয়া। আর সেই কারণেই তাঁর মৃত্যু হলো।

{link}

অশান্তির্জাতিক একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে খবরটি জানা যায়। তারপরেই তার সম্পর্কে বিস্তারিত খবর সামনে আসে। ফুড ব্লগিং তো অনেকেই করেন, তাই বলে খেতে খেতে মৃত্যু! তাও আবার লাইভ ভিডিয়ো (Live Video) চলাকালীন! প্যান জায়োতিং নামে ওই যুবতীর মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষ লক্ষ দর্শক তখন তাঁর ভিডিয়ো দেখছিলেন। চিনের বাসিন্দা ওই কিশোরী খেতে খেতে লাইভ স্ট্রিমিং করতেন। ক্যামেরার সামনে প্রচুর খাবার খেয়ে টাকা রোজগার করতেন তিনি। 

{link}

আদতে তিনি ছিলেন একজন পরিচারিকা। পড়ে ধীরে ধীরে ঢুকে পড়েন ব্লগ করতে। ক্রমে জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর আরও বড় চ্যালেঞ্জ নিতে শুরু করেন প্যান। কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। মৃত্যুর সময় তার ওজন ছিল ৩০০ কেজি। এর আগে পেটের ভিতর রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এরপর একে একে বিপজ্জনক সব চ্যালেঞ্জ নিতে শুরু করেন তিনি। এক সেশনে ১০ কেজি পর্যন্ত খাবার খেতেন তিনি, কখনও দিনে একটানা ১০ ঘণ্টা খেতেন। এরকমই একটি ভিডিয়ো চলাকালীন তিনি মারা যান। এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার ভক্তকুলের মধ্যে।

{ads}

News Breaking News Social Media food blogger Reel Chin Viral Video Live Video young woman সংবাদ

Last Updated :