header banner

Delhi Blast News: দিল্লির বিস্ফোরণ কান্ডে ঘাতক সেই উমরই! জানালো DNA পরীক্ষার ফল

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এলো দিল্লি কাণ্ডের ঘাতকের নাম। হ্যাঁ, সেই উমারই আত্মাঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল। ঘাতক গাড়িটির নম্বর HR26 CE 7674। ২০১৪ সালের ১৮ মার্চ গাড়িটি প্রথমবার বিক্রি হয়। কেনেন জনৈক সলমন। পরে তিনি গাড়িটি দিয়ে দেন দেবেন্দ্রকে। তবে কোনও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই। পরে সেখান থেকে মালিকানা বদল হয় সোনুর কাছে। এরপর গাড়িটি যায় তারিকের কাছে। কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনও বদল হয়নি। এরপর গাড়ির মালিকানা যায় উমরের কাছে। বিস্ফোরণের আগে সিসিটিভি ফুটেজে তার ছবি আগেই দেখা গিয়েছে। জানা গিয়েছে, সুনহেরি মসজিদ থেকে লাল কেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটানো হয়। 

{link}

  ঘটনার পর থেকেই জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হল। দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে যে হুন্ডাই আই ২০ গাড়িটি ব্যবহৃিত হয়েছিল, তার চালকের আসনে ছিল উমর উন-নবিই। তদন্তকারীদের একটি সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার উমরের দেহাংশের সঙ্গে তাঁর মা এবং ভাইয়ের ডিএনএ পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষায় সেই ডিএনএ একশো শতাংশ মিলে গিয়েছে।

{ads}

Delhi Blast Delhi Blast Case Umar Delhi News Bengali News Terrorist Delhi দিল্লি বিস্ফোরণ কান্ড উমর খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article