header banner

Bangladesh Durga Puja: পড়শি দেশে পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছালো ৩২ হাজারের উপর

article banner

Bangladesh Durga Puja: এখন সার্বজনীন থেকে বিশ্বজনীন, গোটা বিশ্ব জুড়ে সমাদৃত শারদ উৎসব। শারদ উৎসবের একমাস আগের থেকেই চারিদিকে সাজো সাজো রব পড়ে যায়। প্রকৃতিও জানান দেয় মা আসছেন, পেজা তুলোর মতো মেঘ, কাশফুল, মায়ের আগমন বার্তা সূচিত করে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও এবার আরো ঘটা করে শারদ উৎসবের আয়োজন করা হচ্ছে। বছরের তুলনায় চলতি বছরে পূজো অনেকটাই বেশি হচ্ছে।

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, গত বছর বাংলাদেশে পুজোর সংখ্যা ছিল ৩০ হাজারের কাছাকাছি। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে ৩২ হাজারের উপরে পৌঁছেছে বলে জানা গিয়েছে। শারদ উৎসব শহর থেকে গ্রাম সকল সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন। এক সময় জমিদার বাড়িগুলিতে ঘটা করে  উৎসবের আয়োজন করা হতো। তবে সেই গণ্ডি পেরিয়ে এখন শারদ উৎসব অর্থাৎ মা দুর্গার আরাধনা সার্বজনীন। গ্রাম বাংলার মানুষের সাথে শহর অঞ্চলের মানুষের মায়ের আরাধনায় মেতে ওঠেন। বাংলাদেশের রাজধানী ঢাকা তো এবার অনেকগুলি পুজো হচ্ছে বলে জানা গেছে। তবে শুধু ঢাকা নয় রাজশাহী সিলেটসহ বিস্তীর্ণ বাংলাদেশ জুড়ে মা দুর্গার আরাধনার প্রস্তুতি চলছে। প্রসঙ্গত এমনটাও জানা যায় ঢাকেশ্বরী দেবীর নাম অনুসারে নামকরণ হয়েছিল ঢাকার। ৩২ হাজার পুজো হওয়া মুখের কথা নয়, পরিষ্কার বোঝাই যাচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও মায়ের আরাধনায় মেতে উঠবে। গত বছরের মতো মর্মান্তিক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টির উপর সরকারের বিশেষ লক্ষ্য রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। 

{ads}

Bangladesh news Durga Puja Durga Puja in Bangladesh Durga Puja 2023 সংবাদ

Last Updated :