header banner

Pakistan : ইমরান  খানকে হত্যার সম্ভবনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের (Pakistan) গণতন্ত্র এখনও নাবালক। সেই কারণে পাকিস্তানের মূল শক্তি চিরকাল নিহিত আছে সেনাবাহিনীর হাতে। আর সেই সেনা বাহিনীর সঙ্গে ইমরান খানের (Imran Khan) সম্পর্ক খুবই খারাপের দিকে। এই পরিস্থিতিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অবিলম্বে পাকিস্তান সেনাবাহিনী এবং ইমরান খানের মধ্যে মধ্যস্থতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে আবেদন করেছে।

{link}

এটি উল্লেখযোগ্য যে সংযুক্ত আরব আমিরাত এর আগে এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।পাকিস্তানের জনরোষ ক্রমাগত বেড়ে চলেছে। ইমরান  খানকে হত্যা করা হতে পারে এই খবর সামনে আসায় তার দল এই নিয়ে পথে নেমেছে। সূত্রের মতে, পাকিস্তান সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতকে ইমরান খান ও সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করতে বলেছে।

{link}

সম্প্রতি আইএসআইয়ের একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত সফর করেছে, যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিক্রিয়া প্রথমে কিছুটা দ্বিধান্বিত ছিল। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব উভয়ই পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং বর্তমানে পাকিস্তান শাসনকারী সামরিক শাসনের নীতিতে অসন্তুষ্ট। সবটা মিলিয়ে বেশ সংকটজনক পরিস্থিতি পাকিস্তানের।

{ads}

News Breaking News Pakistan Imran Khan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article