header banner

Bangladesh : প্রতিবাদ আন্দোলন বন্ধ হচ্ছে না বাংলাদেশে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আগস্ট আন্দোলনের কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। তারপরে মহম্মদ ইউনিউসের (Muhammad Yunus) নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। কিন্তু প্রতিবাদ আন্দোলন বন্ধ হচ্ছে না বাংলাদেশে। আবার নতুন করে আন্দোলন তৈরী হয়েছে বাংলাদেশে (Bangladesh)। ইংরেজি সংবাদমাধ্যম 'দ্য ইকোনমিক টাইমস' (The Economic Times) এর প্রতিবেদন অনুসারে ইসলাম এবং প্রগতিশীলদের মধ্যে চলমান সংঘর্ষের আবহে বাংলাদেশের সেনাবাহিনীতে আরও একটি অভ্যুত্থান সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছ না।

{link}

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, তাঁর কট্টরপন্থী মনোভাব কারও অজানা নয়। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি এই টালমাটাল পরিস্থিতিতে সেনাবাহিনীর লাগাম নিজের হাতে নিতে ষড়যন্ত্র করতে পারেন তিনি। গত সপ্তাহেই ঢাকায় সফরে আসা পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের প্রধান এবং পাক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রহমান। স্বাভাবিক কারণে প্রশ্নর মুখে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, সেনা অভ্যুত্থান করতে হলে, বাংলাদেশের সেনার একটা বড় অংশের সমর্থন চাই। এদিকে রহমান সরাসরি সেনাকে কোনও নির্দেশ দিতে পারে না। তাই নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই থেকে সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন তিনি ।

{link}

এদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আদর্শগতভাবে মধ্যপন্থী বা সেন্টারিস্ট বলেই পরিচিত। ভারতের প্রতিও সম্পূর্ণরূপে বিরূপ মনোভাব রাখেন এমনটা নয়। বাংলাদেশে ইসলামপন্থীদের অধিগ্রহণের বিরুদ্ধে তিনি। ৫ অগস্ট ২০২৪ যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে উন্মত্ত আন্দোলনকারীরা ছুটে এসেছিল প্রধানমন্ত্রীর বাসভবনে, তখন তাঁকে গোপনে বায়ু পথে দেশ থেকে পালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওয়াকার-উজ-জামান। অশান্ত পরিবেশে দেশের আইন শৃঙ্খলাও সামলেছিলেন তিনিই। এখন দেখার ভবিষ্যত কোন দিকে যাচ্ছে।

{ads}

News Breaking News Muhammad Yunus Bangladesh সংবাদ

Last Updated :