header banner

Agriculture : সরকারের প্রস্তাব খারিজ করে আন্দোলনমুখী কৃষকরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমাদের কোনও লাভ হবে না। তাই সরকারের দেওয়া প্রস্তাব খারিজ করে দিয়েছি। । ২৩টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রসঙ্গে একথাই বললেন আন্দোলনকারী কৃষকরা। পঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত এলাকায় সাংবাদিক বৈঠক করেন কৃষকরা। সেখানেই তাঁরা বলেন, সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, আমরা তা খারিজ করেছি। এতে কৃষকদের কোনও লাভ হবে না। কৃষকদের ওপর লুটপাট চলতেই থাকবে। সরকারের উদ্দেশ্য ঠিক নয়। কৃষকদের প্রতিবাদ করতে না দিলে, তা হবে দেশের গণতন্ত্রের জন্য বড় হুমকি। কৃষক নেতাদের এহেন হুমকির জেরে আন্দোলন যে এখনই স্তিমিত হচ্ছে না়, তা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। কৃষক নেতা সারওয়ান সিং পাণ্ডে বলেন, সরকারের দেওয়া প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। প্রতিবাদী কৃষকরা বুধবার থেকে ফের শান্তিপূর্ণভাবে দিল্লির দিকে পদযাত্রা শুরু করবে। তিনি জানান, কৃষকদের পক্ষ থেকে সরকারকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। ২১ তারিখে তাঁরা দিল্লিতে যাবেন। সীমান্ত এলাকায় পুলিশের তৈরি ব্যারিকেড যে তাঁরা ভাঙবেন না, তাও জানান আন্দোলনকারী কৃষকরা। সরকারের তরফে আগামী পাঁচ বছরের জন্য পুরানো ন্যূনতম সহায়ক মূল্যে কেবল তিন ধরনের ডাল, ভুট্টা ও তুলো কেনার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। সরকারি এই প্রস্তাব প্রত্যাখান করে কৃষকরা জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য চাই ২৩টি ফসলের ওপরই।  

{ads}

News Politics Farmer Sarwan Singh Agriculture সংবাদ

Last Updated :