শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইদানিং বায়োপিক সিনেমার একটা নতুন সংযোজন। আগেও হয়তো হয়েছে, কিন্তু ইদানিং অনেক বেশি। রাজনীতি বা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের নিয়েই তৈরী হয় বায়োপিক। বহু আগেই গান্ধীজি ও কিছুদিন আগে ইন্দিরা গান্ধীর বায়োপিক তৈরী হয়েছে। এবার নরেন্দ্র মোদীর। সিএইচ ক্রান্তির পরিচালনায় এই ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যাবে মালয়লম অভিনেতা উন্নিমুকুন্দনকে। পুজো দিয়ে এদিন ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ছবির শুটিং শুরু করার ভিডিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম। এই ছবিতে তুলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জার্নি। একইসঙ্গে ফুটিয়ে তোলা হবে তাঁর জীবনে তাঁর মায়ের অবদানের কথাও। ২০২২ সালে মাতৃহারা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবল শোকেও নিজের কর্তব্য পালন করে গিয়েছেন তিনি। বারবার তিনি বলেছেন, ‘আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা।’
{link}
এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেই। একই সঙ্গে এই ছবিতে ফুটে উঠবে মা ও ছেলের সম্পর্কের বুনোট। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মায়ের যে স্নেহের সম্পর্কের পরশ তা এই ছবিতেও যে লাগববে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হবে এই ছবি। তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বেড়ে ওঠার জার্নি। আর থাকবে তাঁর যাত্রাপথে মা হীরাবেন মোদির শক্তি জুগিয়ে চলা ও অনুপ্রেরণা জোগানোর বিষয়টি। সব মিলিয়ে ছবিতে যতটা রাজনৈতিক প্রসঙ্গ থাকবে তার থেকে হয়তো অনেকটা বেশি থাকবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন।
{ads}