header banner

Khalistan Movement: যুদ্ধের আবহে বাড়ছে খালিস্তানিদের দৌরাত্ম, নিয়মিত আসছে হামলার হুমকি

article banner

Khalistan Movement: বিশ্বের বাতাসে গোলা-বারুদের গন্ধ। যুদ্ধ চলেছ পৃথিবীর দুই পকেটে। একটি প্রাচ্যে – ইজরায়েল-হামাসের, অন্যটি পাশ্চাত্যে – রাশিয়া-ইউক্রেনে। যুদ্ধের এই আবহে চোখ রাঙাচ্ছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Pannu)। ভারত থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড এই বিচ্ছিন্নতাবাদীরা বিদেশি শক্তির সমর্থন জোগাড় করে হুমকি দিচ্ছে ভারতকে। হামাস যেভাবে হামলা চালিয়েছে ইজরায়েলে, তেমনিভাবে ভারতের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতওয়ান্ত সিং পান্নু। ‘শিখ ফর জাস্টিস’ নামে নিষিদ্ধ এক সংগঠনের নেতা পান্নু। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় পান্নুকে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে হুমকি দিতে। যে সময় সে হুমকি দিচ্ছে ভারতকে, সেই সময় স্ক্রিনে ইজরায়েলে হামাসের হামলার ভিডিও চলছিল। পান্নুকে (Khalistani Pannu) বলতে শোনা যায়, “প্যালেস্তাইনের মতো পঞ্জাবের বাসিন্দারাও প্রত্যুত্তর দেবে। ভারতের এটা মনে রাখা দরকার, হিংসা কেবলই হিংসার জন্ম দেয়। বহু পঞ্জাবী কর্মসূত্রে প্যালেস্তাইনে রয়েছেন। তাঁরা এবার উত্তর দেবেন। ভারত যদি পঞ্জাবকে দখল করে রাখে, তাহলে প্রত্যাঘাত আসবেই। এজন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” ভিডিওর শেষের দিকে খালিস্তানপন্থী এই বিচ্ছিন্নতাবাদীকে বলতে শোনা যায়, “শিখ ফর জাস্টিস ব্যালটে বিশ্বাস করে। নির্বাচনে বিশ্বাস করে। পঞ্জাবের মুক্তির দিন আসতে চলেছে। এবার ভারতকে বেছে নিতে হবে কোনটা চায় তারা – ব্যালট বা বুলেট।” 

{link}
বিশ্বকাপ শুরু হওয়ার আগেও একবার হুমকি দিয়েছিল পান্নু। ৫ অক্টোবর শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। তার আগে দিল্লির বহু জায়গায় খালিস্তানপন্থী স্লোগান এবং ছবি দেওয়া পোস্টার দেখা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে পান্নুর সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ। এছাড়া বহু ভারতবাসীর কাছে ব্রিটেনের একটি নম্বর থেকে ফোন আসছে। তাতে শোনানো হচ্ছে রেকর্ড করা বার্তা। এই বার্তা পাঠানোর অভিযোগও উঠেছে পান্নুর সংগঠনের বিরুদ্ধে। ২০ জুন কানাডার কলম্বিয়া প্রদেশে (Khalistani Pannu) প্রকাশ্যে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী। অভিযোগ অস্বীকার করে ভারত। তার পর থেকেই বিশ্বজুড়ে বাড়বাড়ন্ত দেখা গিয়েছে খালিস্তানপন্থীদের। জনসমর্থন জোগাড় করতে ভারত-বিরোধী স্লোগান দিচ্ছে তারা। হামলা চালাচ্ছে মন্দিরে। 
{ads}

Khalistan Punjab Sikh India সংবাদ

Last Updated :