header banner

air pollution : বায়ুদূষণে বিশ্ব জ্বলন্ত সমস্যা মুখোমুখি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বায়ুদূষণ (air pollution) বিশ্বের বহু শহরের কাছে একটা জ্বলন্ত সমস্যা। ভারতের দিল্লি, পাকিস্তানের ইসলামবাদ ও বাংলাদেশের ঢাকার অবস্থা প্রায় কাছাকাছি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

{link}

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৭৩। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

{link}

আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এদিকে ২১২ পয়েন্ট নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ২০৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। ১৯৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। আর ১৮৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল নেপালের কাঠমান্ডু।

{ads}

News Breaking News air pollution সংবাদ

Last Updated :