header banner

Abhigya Anand : তরুণ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সত্যি!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মায়ানমারে (Myanmar) ঘটতে চলেছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ - ১৮ দিন আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন তরুণ জ্যোতিষী। কেউ কথা শোনে নি। কেউ গুরুত্ব দেইনি। কিন্তু এখনো সকলেই স্তম্ভিত। ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্য়া দেড় হাজার ছাড়িয়েছে।

{link}

এই আবহে ভারতের এই তরুণ জ্যোতিষী দাবি করলেন, প্রকৃতির রোষে বিধ্বস্ত হবে আধুনিক জনপদ, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। যদিও তাঁর ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব দেওয়া হয়নি। কে এই তরুণী জ্যোতিষী? তিনি ঠিক কী বলেছিলেন? বছর কুড়ির এই তরুণের নাম অভিজ্ঞ আনন্দ (Abhigya Anand)। নিজেকে ‘ত্রিকালজ্ঞ’ বলে দাবি করেন তিনি। কর্নাটকের মায়সুরুর বাসিন্দা অভিজ্ঞের সর্বকনিষ্ঠ জ্যোতিষী হিসাবে নামডাক রয়েছে। মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ ভাগবত গীতা কণ্ঠস্থ করে ফেলেন তিনি।

{link}

অভিজ্ঞের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে চলতি বছরের ১ মার্চ আপলোড করা একটি ভিডিওতে ভূমিকম্পের পূর্বাভাস দেন তিনি। অভিজ্ঞের করা সেই ভবিষ্যদ্বাণী নাকি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। প্রশ্ন হল, মায়ানমার ও থাইল্যান্ডে অমুক দিন ভূমিকম্প হবে, এমনটা কি বলেছিলেন তিনি? অভিজ্ঞ বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা এ বছরের মাঝামাঝি ভয়ঙ্কর ভূমিকম্প মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। এর ঠিক তিন সপ্তাহ পর ২৮ এবং ২৯ তারিখ কেঁপে ওঠে মায়ানমার এবং থাইল্যান্ডের মাটি। আজ দুই দেশের ভয়াবহ পরিস্থিতির কথা জানা গোটা বিশ্বের।

{ads}

News Breaking News Myanmar Abhigya Anand সংবাদ

Last Updated :