header banner

USA: ট্রাম্পের বিরুদ্ধে আছে বহু অভিযোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   ইতিমধ্যে খবরে প্রকাশ যে, ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত  হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এমনই এক ব্যক্তিত্ব, যাঁর বিরুদ্ধে আছে প্রচুর অভিযোগ। তৎসত্ত্বেও আমেরিকাবাসী তাঁকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। এতে সহজেই বোঝা যায় যে দেশে ট্রাম্পের বিপুল জন সমর্থন। আমেরিকার ইতিহাসে ১৩২ বছর পরে তিনি একটি নজির গড়লেন যে, পর পর দুবার নয়, মধ্যে একবার বিরতি দিয়ে দুবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র-প্রধানেরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।  এ তো গেলো একটা দিক। আরেকটা বিষয় হলো ট্রাম্পের বিরুদ্ধে আছে বহু অভিযোগ। সেই অভিযোগকে সঙ্গে নিয়েই তিনি বিজয়ীর মালা পরলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ 

{link}

১) মার্কিন ইতিহাসে প্রথমবার এমন কোনও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। পর্নতারকাকে ঘুষ দেওয়ার কাণ্ডে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। 

২) এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

৩) একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যাকে ইমপিচ করা হয়েছিল।

{link}

মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ইমপিচমেন্টের পরও ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। তাই বিশ্ব নাগরিক মহল বলছেন, এভাবেও ফিরে আসা যায়। অভিযোগ নিয়ে শুনানি চলুক। কিন্তু তিনি দেশের জন্য কাজ শুরু করে দিক।

{ads}

news breaking news USA news president Donald Tramp allegations সংবাদ

Last Updated :