header banner

India Pakistan Conflict: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর ফের ঘনাচ্ছে যুদ্ধের মেঘ? সম্ভাবনা রয়েছে বলেই ধারণা বিশেষজ্ঞদের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লি বিস্ফোরনের পরে অনেক সতর্ক পাকিস্তান। তারা রীতিমতো সন্ত্রস্ত হয়ে উঠেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, পাকিস্তানের স্থল, বায়ু এবং নৌসেনাকেও বিশেষ সতর্ক থাকতে বলেছে সেদেশের সরকার। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। সেই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। 

{link}

  ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। তবে সংঘর্ষবিরতিতে সাময়িকভাবে বন্ধ হলেও অপারেশন সিঁদুর যে শেষ হয়নি, সেকথাও স্পষ্ট করে দেয় ভারত। ভারতের এই অভিযানের পর প্রধানমন্ত্রী জানান, জঙ্গি হামলা যুদ্ধের শামিল। তবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গিযোগের বিষয়টি স্পষ্ট। এই পরিস্থিতিতে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটাই দেখার। যদি এই বিস্ফোরণের ঘটনায় পাক-যোগ পাওয়া যায়, সেক্ষেত্রে ভারত কি ফের একবার শুরু করবে অপারেশন সিঁদুর? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।

{ads}

Pakistan India Delhi Blast Delhi Blast News India vs Pakistan War IND PAK War India Pakistan Conflict Indian Army যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ সংবাদ দিল্লি বিস্ফোরণ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article