header banner

Bangladesh : বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশ (Bangladesh) আবার জ্বলছে। যে ছাত্র আন্দোলনের জন্য ভেঙে গেলো হাসিনা সরকার (Sheikh Hasina), সেই আন্দোলন আবার মাথা চাড়া দিয়েছে বাংলাদেশে। ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে রাতভর চলছে বিক্ষোভ। রবিবার সকালেও ঢাকার রাস্তায় ছাত্রীদের বিরাট মিছিল দেখা যায়। ছাত্রীদের মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) চত্ত্বর।

{link}

বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই, বলছে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা। রবিবার লাঠি মিছিলে অংশ নেন সকলে। বাংলাদেশের মাটিতে ধর্ষকদের কোনও ঠাঁই নেই। এই মর্মে উঠল স্লোগান। সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। সম্প্রতি ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনকারীদের দাবি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই অবস্থা! 

{লিঙ্ক}

আন্দোলনকারীদের একটাই দাবি বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। ধর্ষণ বন্ধ করতে হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলাতে দেখা যায় প্রচুর পড়ুয়াকে। প্রসঙ্গত, হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে অশান্তির মাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। দাপট বেড়েছে কট্টরপন্থীদের। সীমান্ত সমস্যা থেকে আন্তর্জাতিক নানা ইস্যু, বারবার প্রশ্নের মুখে পড়েছে নতুন অন্তর্বতী সরকারের ভূমিকা। এবার ধর্ষণ ইস্যুতে উত্তাল বাংলাদেশ।

{ads}

News Breaking News Bangladesh Dhaka University সংবাদ

Last Updated :