header banner

Donald Trump: আমেরিকায় অদক্ষ কোনো জায়গা নেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকার(America) ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আগেই বলেছিলেন, আমেরিকার অভিবাসন নীতির তিনি আমূল পরিবর্তন করবেন। সেই কাজে তিনি ইতিমধ্যে হাত দিয়েছেন। এমন কি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অবৈধভাবে বসবাসকারী ১৮ হাজার ভারতীয়কে দ্রুত দেশে ফিরিয়ে আনবে। এবার স্বয়ং ট্রাম্প বললেন, দক্ষ মানুষদের তিনি আমেরিকায় স্বাগত জানাচ্ছেন।

{link}

বেআইনি অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর শপথ নিয়েছেন ট্রাম্প। সেক্ষেত্রে এইচ১বি ভিসার ক্ষেত্রেই বা তাঁর পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে তর্ক চলছেই। এবার তাঁকে বলতে শোনা গেল, ”বিতর্কের উভয় দিকই আমার পছন্দ হয়েছে। কিন্তু দক্ষ মানুষেরা আমাদের দেশে আসুন, সেটাও আমি পছন্দ করি।” 

{link}

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ”আমরা চাই যোগ্য মানুষেরা আমাদের দেশে আসুক। এবং এইচ১বি সম্পর্কে আমি খুব ভালো জানি। মদ বিশেষজ্ঞ, ওয়েটার… উচ্চ দক্ষতাসম্পন্ন ওয়েটারদের ক্ষেত্রেও আমি সেরা লোকেদের চাই।” তিনি বুঝিয়ে দেন, যে মানুষদের আমেরিকার উন্নতির জন্য কাজ করার দক্ষতা আছে, তাদের জন্য আমেরিকার দরজা খোলা। কিন্তু আমেরিকায় অদক্ষ কোনো জায়গা নেই।

{ads}

News Breaking News Donald Trump America সংবাদ

Last Updated :