header banner

'এই বাজেট গরিব ও মধ্যবিত্তদের স্বপ্নপূরণের বাজেট'- মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

article banner

নিজস্ব সংবাদদাতা: সামনের বছরেই দেশে লোকসভা নির্বাচন, তার উপরেই নির্ভর করছে বিজেপির আগামী ৫ বছরের ভবিষ্যৎ। সেই কারনেই রাজনৈতিক ব্যাক্তিত্ব থেকে শুরু করে সাধারন মানুষ, সকলেরই নজর ছিল ২০২৩-এর বাজেটের দিকে। শেষ তিন বছরের বাজেটে মধ্যবিত্তের জন্য কিছুই না থাকার কারনে ক্রমাগত হতাশ হতে হয়েছিল সাধারন মানুষ কে।  এই আবহেই বুধবার সকালে চলতি আর্থিক বছরের বাজেট (Union Budget 2023) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। সেই বাজেট প্রকাশিত হওয়ার পর, ২০২৩-এর বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানালেন, ”এই বাজেট দরিদ্র, গ্রামবাসী, কৃষক ও মধ্যবিত্তের স্বপ্নকে পূরণ করবে” বলেও মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী। 

{link}
আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের বাজেট পেশের পর ভারতীয়দের উদ্দেশ্যে ভাষন দেন প্রধানমন্ত্রী। দুপুর দুটো নাগাদ চলতি বর্ষের অর্থনৈতিক বাজেট নিয়ে মুখ খোলেন তিনি। সেই ভাষনে তিনি মন্তব্য করেন,  ”নির্মলাজি ও তাঁর দলকে ঐতিহাসিক বাজেট পেশের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের কয়েক কোটি বিশ্বকর্মা এই দেশকে নির্মাণ করে চলেছেন। এই সব বিশ্বকর্মার সৃজন ও পরিশ্রমকেই গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।” সেই সঙ্গে মোদি বলেন, মহিলা স্বনির্ভর গ্রুপ যা ভারতে নিজেদের অনেক বড় জায়গা করে নিয়েছে। সেদিকে লক্ষ রেখেও বিশেষ প্রকল্প আনা হয়েছে। এই প্রসঙ্গে ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে’র কথা শোনা যায় তার মুখে। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, ডিজিটালকে কৃষিক্ষেত্রের সঙ্গে এক করার বিষয়েই এবারের বাজেটে লক্ষ রাখা হয়েছে। এপ্রসঙ্গে তিনি উল্লেখ করেন ‘শ্রী অন্ন প্রকল্পে’র কথা। এছাড়া প্রযুক্তিক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে। একথা জানিয়ে মোদির আশ্বাস, এর ফলে দেশে চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলে যাবে। 

{link}
তবে প্রধানমন্ত্রী এবারের বাজেটের এমন ভূয়সী প্রশংসা করলেও বিরোধীরা কিন্তু সমালোচনা করেছেন। তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাজেট প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন বলেছেন, ”১০০ দিনের কাজের বরাদ্দ প্রচুর কমিয়েছে কেন্দ্র, সম্পূর্ণ সুবিধাবাদী বাজেট।” একই সুর অন্য বিরোধী নেতানেত্রীর গলাতেও। বীরভূমে সরকারি প্রোগ্রাম চলাকালীন মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে ক্ষোভে ফেটে পড়েন, মন্তব্য করেন আমায় দিলে আধ ঘন্টার মধ্যে করে দেখিয়ে দিতাম গরিব মানুষদের জন্য কিভাবে বাজেট করতে হয়! এই বাজেট যে একেবারেই তার মনে ধরেনি তা স্পষ্ট। 
{ads}

news Budget 2023 Narendra Modi India Nirmala Sitaraman Finance

Last Updated :