header banner

Pakistan : এবার পাল্টা আক্রমনের হুমকি পাকিস্তানের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনীর আক্রমনে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। সূত্রের খবর এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। পাল্টা আক্রমনের হুমকি দিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানকে (Pakistan) সাবধান করেছে আমেরিকা। 

{link}


'ভুলেও প্রত্যাঘাতের কথা ভাববেন না’, অপারেশন সিঁদুরের পর বদলার হুঁশিয়ারির পালটা পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। হামলা পালটা হামলার জেরে পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় তা মাথায় রেখে পাকিস্তানকে ফোন করে সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)।

{link}

হোয়াইট হাউসের একটি সরকারি সূত্র জানিয়েছে, রুবিও স্পষ্ট জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। এদিকে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেছেন, আশাকরি অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে খবর, ভারত আক্রমন করার আগে আমেরিকা, রাশিয়া ও ব্রিটেনকে আগাম জানিয়েই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমন করেছে।

{ads}

News Breaking News Pakistan Operation Sindoor Donald Trump সংবাদ

Last Updated :