header banner

Donald Trump : এবার আরো বড়ো পদক্ষেপ নিলেন ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিশ্বের পিছিয়ে পড়া যে সমস্ত দেশকে আমেরিকা (America) আর্থিক সাহায্য করতো তার অধিকাংশ সাহায্য আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ (Bangladesh) থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে তাঁর কোলাকুলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে।

{link}

অনুমান করা হচ্ছিল, বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ। তবে সে গুড়ে বালি। ইউনুস শাসনে বাংলাদেশে মৌলবাদের দাপট ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট করে আগেই সাবধান করেছিল বাংলাদেশকে যে সংখ্যালঘু অত্যাচার বন্ধ করতে। এবার আরো অনেক বড়ো পদক্ষেপ নিলেন ট্রাম্প। ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্যে নির্দেশিকা জারি করেছে।

{link}

এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি USAID-এর তরফ থেকে চিঠি গিয়েছে। ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই, এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, শাসনভার নেওয়ার পরই ইজরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্যে নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গভীর সংকটে পড়তে চলেছে বাংলাদেশ।

{ads}

News Breaking News America Bangladesh Muhammad Yunus Joe Biden Donald Trump সংবাদ

Last Updated :