শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার রেঁস্তোরায় রোগা-মোটা ভেদ। ইয়ার্কি না, এই ঘটনা সত্যি। থাইল্যান্ডের একটি রেস্তরাঁ গ্রাহকের স্বাস্থ্য অনুযায়ী খাবারের দামে ছাড় দিচ্ছে! যত রোগা ছাড় তত বেশি । এদিকে এভাবে ডিসকাউন্ট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। উত্তর থাইল্যান্ডের (Northern Thailand) শৈল শহর চিয়াং মাইয়ের জনপ্রিয় রেস্তরাঁ ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’ (Chiang Mai Breakfast World)।
{link}
তারাই অভিনব ছাড়ের কথা ঘোষণা করে সম্প্রতি। খানাপিনায় সর্বোচ্চ ২০ শতাংশ অবধি ডিসকাউন্ট মিলছে। কোন গ্রাহক কত ছাড় পাবেন তা ঠিক করতে ‘স্কিনি চ্যালেঞ্জে’ অংশ নিতে হচ্ছে। আদতে একটি গ্রিলের জিনিস রাখা হয়েছে। যাতে পাঁচটি ‘লেভেল’ রয়েছে। যা আসলে পাঁচটি মাপের ফাঁক। সবচেয়ে বড় যে ফাঁক, সেটি দিয়ে শরীর গলাতে পারলে এক টাকাও ছাড় মিলছে না। পরেরটি কিছুটা ছোট, সেটি দিয়ে শরীর গলাতে পারলে ৫ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহক। এভাবেই তার চেয়ে ছোটটির ক্ষেত্রে ১০ শতাংশ, তার চেয়ে ছোটর ক্ষেত্রে ১৫ শতাংশ।
{link}
সবচেয়ে ছোট ফাঁক দিয়ে যে গ্রাহক তাঁর কৃশকায় শরীরটিকে টুক করে গলিয়ে দিতে পারছেন, তিনি পাচ্ছেন সর্বাধিক ২০ শতাংশ ছাড়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বহু গ্রাহক কৃশকায় হওয়ার পরীক্ষা দিয়ে রেস্তারাঁর খানাপিনায় ছাড় আদায়ের চেষ্টা করছেন। ওই ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে—“থাইল্যান্ডের এই রেস্তরাঁটি রোগা হলে ছাড় দেয়।” ভিডিও দেখে অনেকে যেমন মজা পেয়েছেন, অনেকে আবার অভিযোগ করেছেন—থাইল্যান্ডের এই রেস্তরাঁটি কার্যত মোটা মানুষদের অপমান করেছে।
{ads}