শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশন থেকেই প্রচুর কর বসতে চলেছে সিগারেট ও তামাকজাত জিনিসের উপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫ পেশ করবেন। বর্তমানে তামাক এবং তামাকজাত পণ্যগুলির উপর জিএসটি ক্ষতিপূরণ সেস রয়েছে। সেই সেস বদলে যাবে এই বিল পাস হলে। নতুন বিলে, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটির উপরে আরও ৭০ শতাংশ সেস বসবে।
{link}
অন্যদিকে সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার সিগারেটের উপর ২ হাজার ৭০০ টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট সেস আরোপ করা হবে। এই সেসের পরিমাণ ধার্য হবে সিগারেটের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার তামাক এবং তামাকাজাত দ্রব্যের উপর ক্ষতিপূরণ করের উপর নতুন করে সেস আরোপ করতে চলেছে।
{ads}