শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনৈতিক চিত্র এখন অনেক পাল্টেছে। একসময় প্রচলিত প্রবাদ ছিল, যার হাতে লাঠি তার হাতে বিহার। এখন কিন্তু তা নেই। এখন বিহারের গণতন্ত্র বেশ শক্ত। আজ, মঙ্গলবার ভোটগ্রহণ চলবে ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রজুড়ে। এই কেন্দ্রগুলিতে মোট প্রার্থীর সংখ্য়া ১ হাজার ৩০২টি। যার মধ্য়ে ১৩৬ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন। বিহারে মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এই ১২২টি কেন্দ্র ওই রাজ্যের উত্তর, পশ্চিম এবং মধ্য ভাগের মধ্য়ে বিস্তৃত। যার মোট ভোটারের সংখ্য়া সাড়ে তিন কোটিরও অধিক। বিহারের কাটিহার কেন্দ্রে তৈরি পিঙ্ক বুথ। মূলত নির্বাচনী ক্ষেত্রেও নারীশক্তি তুলে ধরতে এই উদ্য়োগ নিয়ে থাকে কমিশন। এই বুথের কাজে রয়েছে শুধুই মেয়েদের অবদান।
{link}
দেশের যুবপ্রজন্মের কাছে আর্জি রাখলেন মোদী। মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়। ভোট দেবেন সাড়ে তিন কোটির অধিক ভোটার। এই আবহেই নিজের সমাজমাধ্যমে মোদী লিখলেন, ‘বিহারের প্রতিটি ভোটারের কাছে আমার আর্জি তাঁরা যেন এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেন। আর রাজ্যের যুব প্রজন্মের কাছে আমার বিশেষ আর্জি তাঁরা যেন শুধুই নিজে ভোট দিতে না যান, অন্যদেরও উৎসাহ জোগান।’ বিহারে আজ চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ। নজরে ১২২টি কেন্দ্র। যার মধ্য়ে রয়েছে নীতীশের ক্য়াবিনেটের ১২ জন মন্ত্রীর কেন্দ্রগুলি। সুতরাং, মঙ্গলের চূড়ান্ত পর্যায়ে অনেকাংশে নির্ভর করে রয়েছে নীতীশ কুমারের ভবিষ্যৎও। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
{ads}